ঢাকা ১৮ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে লেবাননজুড়ে ইসরায়েলের সিরিজ বিমান হামলা, নিহত অন্তত ২৩ সাগরে নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে ওমর আবদুল্লাহর শপথ আজ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে ঘেরাও কর্মসূচিতে হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেনি কেউ ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই থাকবে: চীনা রাষ্ট্রদূত টানা ৪ দিন ছুটি শেষে খুলছে অফিস-আদালত

ছাঁটাইকৃত রেলওয়ে গেইট কিপার মুন্নার আত্মহত্যার ঘটনায় রেলওয়ে কতৃর্পক্ষ দায়ী : রেলওয়ে পোষ্য সোসাইটি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২২,  5:37 PM

news image

গতকাল ২২ মার্চ (মঙ্গলবার) পাকশী রেলওয়ে ট্রাফিক বিভাগের ছাঁটাইকৃত গেইট কিপার মুন্না চৌধুরীর আত্মহত্যার ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার জন্য বাংলাদেশ রেলওয়ে কতৃর্পক্ষকে দায়ী করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

আজ ২৩ মার্চ বুধবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির বলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আয়মা রসুলপুর গ্রামের পিযুস চৌধুরীর ছোট ছেলে মুন্না চৌধুরী আত্মহত্যা করেছেন। মুন্না চৌধুরীকে সহ ৮১ জন পাকশী বিভাগের ট্রাফিক গেইট কিপারকে গত ৩০/০৬/২০২০ইং তারিখে কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাংলাদেশ রেলওয়ে কতৃর্পক্ষ ছাঁটাই করে। ছাঁটাইয়ের কারণে সৃষ্ট মানসিক চাপেই মুন্না চৌধুরী আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। যদি সত্যিই বেকারত্বের চাপে মুন্না চৌধুরী আত্মহত্যা করে থাকে তাহলে এই আত্মহত্যার দায় বাংলাদেশ রেলওয়ের উপরেই বর্তায়।

তিনি আরো বলেন, দীর্ঘ ৬—৭ বছর চাকরি করার পরও তাদের চাকরি স্থায়ীকরণ না করে উল্টো তাদেরকে অন্যায় ভাবে ছয় মাসের বেতন বকেয়া রেখে ছাঁটাই করা হয়েছিল। এ অমানবিক সিদ্ধান্তের ফলে ৮১ জন যুবক আজ বেকারত্বের অভিশপ্ত জীবন অতিবাহিত করছে। ছাঁটাইকৃত সকলেই প্রচন্ড মানসিক চাপে রয়েছেন। মুন্নার মত যাতে আর কোন অঘটন আমাদের দেখতে না হয় সেজন্য এখনই সকলকে সতর্ক হতে হবে।

রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি বলেন, মুন্নার সাথে ছাঁটাইকৃত ৮১ জন গেইট কিপারকে বকেয়া বেতন পরিশোধ করে চাকরিতে পুনবর্হালের জোর দাবি জানাচ্ছি। একই সাথে মুন্নার অসহায় পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের জন্য রেলওয়ে কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির