ট্রেন পরিচালক মাসুদ মিয়া উপর হামলাকারীর শাস্তির দাবি - মোঃ মনিরুজ্জামান মনির
নিজস্ব প্রতিবেদক
০৯ মে, ২০২২, 10:09 PM

নিজস্ব প্রতিবেদক
০৯ মে, ২০২২, 10:09 PM

ট্রেন পরিচালক মাসুদ মিয়া উপর হামলাকারীর শাস্তির দাবি - মোঃ মনিরুজ্জামান মনির
০৯/০৫/২২ ইং তারিখে মহুয়া ট্রেনের দায়িত্ব পালনরত ট্রেন পরিচালক জনাব মাসুদ মিয়া পাওয়ার কার অপারেটর বাবুল এবং তার সহযোগী কর্তৃক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
তিনি বলেন একজন ট্রেন পরিচালক এর উপর পাওয়ার কার অপারেটর ও তার সহোযোগিরা হামলার সাহস পায় কি করে? ট্রেন পরিচালক মোঃ মাসুদ মিয়া অত্যান্ত ভালো মানুষ তার মত লোকের সাথে বিবাদের খবরে আমরা হতভম্ব হয়ে গেছি। এই সহজ সরল মানুটি এখন গুরুতর ভাবে আহত হয়ে ঢাকা রেলওয়ে হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ট্রেন পরিচালক মোঃ মাসুদ মিয়ার উপর হামলার কারণে মহুয়া ট্রেন প্রায় ১ ঘন্টা বিলম্বে ঢাকা ছেড়ে যায়। এর দায়ভার পাওয়ার কার অপারেটরকেই নিতে হবে। একজন দায়িত্বরত ট্রেন পরিচালক এর উপর হামলা এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না। এই ঘৃণ্য ঘটনার অপরাধী বাবুল ও তার সহোযোগিদের যথাযোগ্য শাস্তি দাবি জানাচ্ছি।