ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে পাপনের মন্তব্যে নাখোশ সাকিব তামিমকে টিমম্যানই মনে করেন না সাকিব নির্বাচনের আগে আরও এক দেশে ভিসা বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের বোতলে মিলছে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ লালমনিরহাটে বিজিবির উদ্যেগে সাড়ে ৪কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস। টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১৩ বিশ্বকাপ খেলতে বিকেলে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

না-আমি অবাক হইনি- সাংবাদিক সোনিয়া হক

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২২,  5:55 PM

news image

বাংলাদেশে যখন হিরো আলম স্ব-ঘোষিত সুপারস্টার,কিরিম আপা সেলিব্রিটি তখন খুব সহজেই অনুমেয় দেশের শিক্ষা - সংস্কৃতি এবং বিনোদন চর্চা আসলে কোন পর্যায়ে  আছে।  ঠিক সেখানে বেগুন -ঝিঙে কাণ্ড খুবই সময়োপযোগী এবং সফল।

আমি অবাক হইনি, 

বরাবরের মতোই একটি বিশেষ শ্রেণি গোষ্ঠী তাদের মূর্খতা, অজ্ঞতাকে বেমালুম হাতিয়ার বানিয়ে সাধারণের ঘাড়ে বন্দুক চাপালেন এবং আমরা সাধারণেরা অত্যন্ত সচেতনতার সাথে অবচেতনে  তাদের উদ্দেশ্য চরিতার্থ করলাম। বিষয়টা এমন যে তারা এতোটাই যোগ্য যে তাদের অজ্ঞতা,মূর্খতার ধৃষ্টতাও ঘরে ঘরে ছড়িয়ে পড়ার মতো বিষয়। ফলাফল ঐ বিশেষ শ্রেণি টির ডিজিটাল ভার্সন কিছু বেশি ভিউ পেলো, বাজারে বেগুনের দাম হয় কমলো নয় বাড়লো আর আমরা সাধারণ পাবলিক দুদিন মজা নেয়ার রসদ পেলাম। ব্যস্, এটাই চেয়েছিলেন তারা,ভাইরাল হতে,,আমরা তাদের সফলভাবে ভাইরাল করে দিলাম, নন্দিত হয়ে নয় নিন্দিত হলেও চলে আর কি, মানুষের মুখে মুখে থাকাটাই আসল। সাংবাদিকতার সাথে তাদের যোজন দূরত্ব থাকা স্বত্বেও তাদের সাংবাদিক, বিশ্লেষক তকমা লাগিয়ে  সত্যিকার সাংবাদিকতা পেশাটিকে আরো একবার এই মানুষগুলোর জন্যই অসম্মানিত করলাম। যারা টক শো মানেই ঝগড়া লাগিয়ে দেয়া বুঝে,যে সব সঞ্চালক জবাবদিহির কাঠগড়ায় আসলে কাকে কোন বিষয়ে দাঁড় করাবেন সেটাই বোঝেন না,তাদের বিজ্ঞতা, দক্ষতা সর্বোপরি যোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।  আর যেখানে সন্দেহ আছে সে বিষয় নিয়ে তর্ক-বিতর্কও সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়। ভুললে চলবে কেন,ঝড়ে বক পড়া/ফাঁকা মাঠে গোল দেয়া কখনোই শিকারী কিংবা খেলোয়াড়ের যোগ্যতা নিরূপণ করে না। বস্তুত,বর্তমান সময়ে বাংলাদেশে সাংবাদিকতা পেশাটি এই বিশেষ মহলটির কারণেই, এই বিশেষ কজনের কারণেই বার বার প্রশ্নবিদ্ধ এবং অসম্মানিত হয়ে আসছে। ভাইরে ভাই এবার মাফ দেন। এরা যেখানে থাকার যোগ্য সেখানেই রাখেন।  অযথা কেন পাতে তুলছেন?

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির