ঢাকা ১২ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন ইরানের বিক্ষুব্ধ জনতাকে নির্দেশনা দিলেন নির্বাসিত ক্রাউন প্রিন্স পাহলভি রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে ভেনেজুয়েলা ইসিতে চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল আমি এখনো প্রেসিডেন্ট, অপহরণ করা হয়েছে— মার্কিন আদালতে বললেন মাদুরো জকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরা জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প ১০ জেলায় শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস ঘরের মধ্যে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেওয়া হলো হাসপাতালে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশ রেলওয়ের নতুন আইনের খসড়ায় কি আছে প্রকাশ করতে হবে : রেলওয়ে পোষ্য সোসাইটি

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২২,  3:39 PM

news image

বাংলাদেশ রেলওয়ের নতুন আইনের খসড়ায় কি আছে প্রকাশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

আজ ১১ এপ্রিল সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির বলেন, সাবেক সিনিয়র সচিব লেজিসলেটিভ ও পার্লামেন্টারী এ্যফেয়ার্স মোঃ শহিদুল হক রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনের নিকট আজ বাংলাদেশ রেলওয়ের নতুন আইনের খসড়া হস্তান্তর করেন। বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবিত খসড়া আইনে কি আছে তা চূড়ান্ত অনুমোদনের পূর্বে সকলের উদ্দেশ্যে প্রকাশ করতে হবে। আইনে কি আছে সেগুলো রেলওয়ের সকল কর্মচারীর জানার অধিকার রয়েছে। খসড়া আইনটি বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে যথাযথ কি না তা পর্যালোচনা করা প্রয়োজন।

তিনি আরো বলেন, রেলওয়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আইন প্রস্তুতের পূর্বে রেলওয়ের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের উচ্চ পদস্থ সকল কর্মকর্তা রেলওয়ের সকল ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করা হয়েছে কিনা তা সন্দেহ প্রকাশ করছি। আমরা মনে করি এরকম একটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের পূর্বে অবশ্যই সকলের সাথে আলোচনা করেই খসড়া প্রস্তুত করা প্রয়োজন।

রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি বাংলাদেশ রেলওয়ের নতুন আইন চূড়ান্ত করার পূর্বে রেলওয়ের উচ্চ পদস্থ সকল কর্মকর্তা, রেলওয়ের সকল ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে খসড়া আইনটির কপি পাঠানো এবং প্রকাশের দাবি জানান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির