সংবাদ শিরোনাম
ভাবতে ভালো লাগে
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ, ২০২৩, 11:24 AM
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ, ২০২৩, 11:24 AM
ভাবতে ভালো লাগে
ভাবতে ভালো লাগে
বিথী চৌধুরী
আমার কূয়াশা মাখা
রোজ সকালে -
গরম চায়ের ঠোঁটে
ঠোঁট মেলাতে-
ভালো লাগে ।।
কতো কথা না
মনে এলে,রাগ হয় খুব-
তবুও ভাবতে, ভালো লাগে
মনে হয় যখন সব ।।
শতশত কথায় কষ্ট পেলে
কষ্ট লাগে,যখন ভাবী-
কালও তো ছিল বেশ,
হিম শীতল আলোর প্রতিচ্ছবি।।
আর আজ ? যেনো সব ঠিক...
যেন ঠিক তার উল্টো টাও,
সব মিলিয়ে আমার ভাবনারাও
সব খেলে যায়-
আপন মনে আপন সনে তাও ।।
এমনি করে মিশ্রিত সব শেষ,
কেবা আপন,কেবা পায় -
তবুও এই ভেবে,
ভাবতে ভালো লাগে -
ভালো আছি বেশ ।