ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
আকাশ থাকবে আংশিক মেঘলা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো আমরা একদলীয় দেশের বাসিন্দা, এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: মাস্ক গাজায় ক্যাফে, স্কুল এবং ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলা, নিহত ৯৫ সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইন্টার মিলানের হৃদয় ভেঙে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু হতে পারে দুই দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে মঙ্গলবার ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

মেট্রোরেলে চড়তে ফজরের নামাজের পর থেকেই অপেক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২২,  9:59 AM

news image

বহুল প্রতীক্ষিত মেট্রোরেল দেশে গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। এর আগে ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্যিক যাত্রার প্রথম দিনে মেট্রোরেলে ৩ হাজার ৮৫৭ জন মানুষ উঠতে পারলেও ওইদিন ফিরে গিয়েছেন প্রায় হাজার মানুষ। আর তাই দ্বিতীয় দিনে ফজর নামাজ পড়েই মেট্রোরেলে চড়তে লাইনে দাঁড়িয়েছেন তারা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) মেট্রোলের আগারগাঁও স্টেশন ঘুরে দেখা গেছে, শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। লাইনের শেষ প্রান্ত গিয়ে ঠেকেছে আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস মোড়ে।

dhakapost

লাইনে দাঁড়ানো লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মেট্রোরেলের প্রথম দিনে না চড়তে পারার আক্ষেপ রয়েছে অনেকের মধ্যেই। কারণ ওই দিন লাইনে দাঁড়িয়েও অনেকে সময় স্বল্পতায় ট্রেনে চড়তে পারেননি। তাই আজ যেন আর কোনো ঝুঁকি ঝামেলা পোহাতে না হয়, এজন্য ফজর নামাজের পর থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকে ভোর ছয়টা ৪৫ মিনিটে ও অনেকে ৭টার সময়ও এই লাইনে দাঁড়িয়েছেন।

এদিকে আজ (শুক্রবার) টিকেট কাটতে টিকিট অফিস মেশিনের (টিওএম) চেয়ে টিকিট ভেন্ডিং মেশিনে (টিভিএম) আগ্রহ ছিল যাত্রীদের। তারা নিজে নিজে টাকা প্রবেশ করে টিকেট সংগ্রহ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন। যার ফলে প্রায় তিন ভাগের ২ ভাগ মানুষ টিভিএম এর সামনে এবং একভাগ মানুষ টিওএম অফিসের সামনে ভিড় করেছেন।

দ্বিতীয় দিনের প্রথম ট্রেনের যাত্রী হিসেবে কনকোর্স লেভেলে কথা হয় সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজের সঙ্গে। তিনি  বলেন, আজকে ফজর নামাজের পরই এসে লাইনে দাঁড়িয়েছি। সঙ্গে পরিবারের সদস্যদেরও নিয়ে এসেছি। কারণ প্রধানমন্ত্রী পরশুদিন মেট্রোরেল উদ্বোধন করেছেন, তাই মেট্রোরেলে উঠতে দেরি হয়ে যাচ্ছে। 

তিনি আরও বলেন, বিদেশে গিয়ে টিকিট কেটে মেট্রোরেল দেখার যে একটা আগ্রহ ছিল সেটি আর এখন বাংলার মানুষের থাকবে না। কারণ বাংলাদেশেই এখন মেট্রোরেল চলছে। আর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্যই সম্ভব হয়েছে।

আরেক যাত্রী সাবরিনা সুলতানা  বলেন, মেট্রোরেলে চড়তে ভোর ৬টা ৪৫ মিনিটে লাইনে এসে দাঁড়িয়েছি। তবে তখন লাইনের সামনে প্রায় গোট ৫০ মানুষ ছিল। গতকালই (বৃহস্পতিবার) দেখেছি, ট্রেনে চড়তে অনেক ভিড় ছিল। তাই আগে আগে এসেছি।

এদিকে আজকে (শুক্রবার) সকাল ৮টা থেকেই মেট্রোরেল চলাচল স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। আর উত্তরা থেকে আসা যাত্রীদের মতিঝিল রুটে পৌঁছে দিতে বিআরটিসি বাস আগারগাঁও স্টেশনের বি গেটের সামনে থেকে নিয়মিত ছেড়ে যাচ্ছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির