ময়নামতি পৌঁছাতেই ট্রেনে পাথর বৃষ্টি, চালক জখম
নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল, ২০২২, 10:46 PM

নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল, ২০২২, 10:46 PM
ময়নামতি পৌঁছাতেই ট্রেনে পাথর বৃষ্টি, চালক জখম
চট্টগ্রামমুখী পণ্যবাহী একটি ট্রেনে পাথর
নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক জখম হয়েছেন ট্রেনের লোকোমাস্টার (চালক)
মো. মনোয়ার হোসেন। পণ্যবাহী ট্রেনটি চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের
(সিজিপিওয়াই) দিকে আসছিল বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্টরা।
বুধবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনচালক মনোয়ারের
থুতনিতে ও বুকে মারাত্মক জখম হয়েছে বলে জানিয়েছেন তার সহকর্মীরা।
জাহাঙ্গীর আলম নামে এক সহকর্মী বলেন, ট্রেনটি ময়নামতি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রেনে পাথর ছুড়ে মারে। এতে গুরুতর জখম হন এলএম মনোয়ার হোসেন। তার থুতনিতে তিনটি সেলাই হয়েছে। বুকেও খুব আঘাত পেয়েছেন।
ট্রেনটিতে থাকা ক্রুরা জানান, আনুমানিক রাত ১১টার দিকে ট্রেনটি কুমিল্লার ময়নামতি স্টেশনে পৌঁছালে কে বা কারা পাথর ছুড়তে শুরু করে। এক পর্যায়ে একটি পাথর এসে মনোয়ার হোসেনের থুতনিতে লাগে।
এদিকে পাথর নিক্ষেপ প্রবণ এলাকাগুলো বেছে নিয়ে সেখানাকার স্কুল, মসজিদ ও মাদ্রাসায় সচেতনতামূলক কার্যক্রম অব্যহত রেখেছে রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলারছলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করতে ছাত্র-ছাত্রীদের বোঝানো হচ্ছে। তাছাড়া রেললাইন কেন্দ্রীক এলাকাগুলোতে স্থানীয়দের অনুরোধ করা হয়েছে পাথর নিক্ষেপের তথ্য পেলে তা রেলওয়ে পুলিশকে জানানোর জন্য। তবে এতে কমছে না পাথর নিক্ষেপের ঘটনা।
রেলওয়ে পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ফৌজদারহাট, ভাটিয়ারী, ফেনী, ফতেপুর, সীতাকুণ্ড, বাড়বকুণ্ড, সালাউদ্দিন মোড়, বারাইপুর রেলওয়ে গেটসহ বিভিন্ন রেলসংলগ্ন এলাকায় চলতি এপ্রিলে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছি আমরা। তাছাড়া কোনো ট্রেনে পাথর নিক্ষেপের খবর পেলেই তাৎক্ষণিক ফোর্স পাঠানো হচ্ছে। পাথর নিক্ষেপ জড়িত কাউকে পেলে পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের অনুরোধ করছি।