ঢাকা ২৪ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
‘অর্থবহ আলাপ-আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব’ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত ৭৬ ঈদুল আজহা : ট্রেনের ৩ জুনের টিকিট বিক্রি আজ সন্ধ্যায় বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ গরুর মাংস-মাছের দামে অস্বস্তি, মুরগিতে ঝুঁকছেন ক্রেতারা এক হারে বাংলাদেশ ক্রিকেটে লজ্জার দুই বিশ্বরেকর্ড ঈদুল আজহা : ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি আজ বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাকের অনুসারীরা যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

রেলওয়ে পুলিশ কতৃক আরএনবি হাজতখানায় কর্মকর্তার হস্তক্ষেপে মুক্তি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৩,  10:22 PM

news image

আজ সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক দায়িত্বশীল সিপাহীকে রেলওয়ে পুলিশ কতৃক হাজতখানায় রেখে অপদস্ত করা হলে রেলওয়ে শ্রমিক কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে সিল্কসিটি ট্রেন প্রায় এক ঘন্টা আটকে রাখে। সিল্কসিটি ট্রেন ঢাকা থেকে ২ টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও দায়িত্বশীল সিপাহী সেলিম মাহমুদ এর মুক্তির দাবিতে সাধারণ শ্রমিক কর্মচারীরা ট্রেনটি আটকের পর তাকে হাজতখানা থেকে মুক্তি দিলে ট্রেনটি ৩ টা ৩০ মিনিটে বিলম্বে ছেড়ে যায়। ঘটনার সূত্রে জানা যায় আজ সকাল ৯টা ৪০ মিনিটে সংরক্ষিত এলাকায় অনধিকার প্রবেশ এবং পরিচ্ছন্ন এলাকায় নো পার্কিং এ হোন্ডা পার্কিং করাকে কেন্দ্র করে স্টেশনের প্রবেশপথে ( পূবালী ব্যাংকের সামনে)  পিবিআই শাখার পুলিশের সাথে  রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী সেলিম মাহমুদ এর মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা রেলওয়ে থানার পুলিশ কতৃপক্ষ বিধি ও আইন লংঘন করে সরকারি পোশাক পরিহিত অবস্থায় দায়িত্ব পালনরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী সেলিম মাহমুদকে ঢাকা রেলওয়ে পুলিশ এর হাজতখানায় আটকে রাখেন। এই অন্যায়ের প্রতিবাদে এবং সেলিম মাহমুদকে মুক্তির দাবিতে সাধারণ শ্রমিক কর্মচারীরা স্টেশনে ছেড়ে যাওয়ার অপেক্ষায় দাড়ানো সিল্কসিটি ট্রেন আটকে রাখতেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলওয়ের কর্মকর্তা ডিসিও শাহ আলম মহোদয় তিনি বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ঢাকা মহোদয় এর প্রতিনিধিত্ব করেন এবং তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে আরএনবি সেলিম মাহমুদকে হাজতখানা থেকে মুক্তির পর সিল্কসিটি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যায়। আরএনবিকে হাজতখানায় আটকের ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে কর্মচারীরা বলেন ঢাকা রেলওয়ে স্টেশনে বাংলাদেশ পুলিশ প্রবিধানের ভাষ্য (পিআরবি) অষ্টম অধ্যায় (রেলওয়ে পুলিশ) ধারা 550, 551, 552 ও 559 অনুযায়ী রেলওয়ে পুলিশ (জিআরপি) দায়িত্ব পালন না করিয়া তদস্থলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য কর্তৃক বিভাগীয় ও আইনসঙ্গত আদেশ পালন করায় একটি  অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা রেলওয়ে থানা কর্তৃপক্ষ কর্তৃক বিধি ও আইন লঙ্ঘন করিয়া সরকারী পোষাক পরিহিত দায়িত্ব পালনরত আরএনবি সদস্যকে ঢাকা জিআরপি থানার হাজত খানায় আটক রাখা সত্যি দুঃখজনক। ডিসিও শাহ আলম মহোদয় এর হস্তক্ষেপে সাধারণ শ্রমিক কর্মচারীদের কাছে রেলওয়ে পুলিশ কতৃপক্ষ ভুল স্বীকার করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির