রেলওয়ে বুকিং সহকারী রনিকে লাঞ্ছিত করার তীব্র নিন্দা প্রতিবাদ ও বিচার দাবি- বুকিং সহকারী এসোসিয়েশনের
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২২, 8:45 PM
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২২, 8:45 PM
রেলওয়ে বুকিং সহকারী রনিকে লাঞ্ছিত করার তীব্র নিন্দা প্রতিবাদ ও বিচার দাবি- বুকিং সহকারী এসোসিয়েশনের
সৈয়দপুর রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী গ্রেড-২ রনিকে ২৯ সেপ্টেম্বর /২২ আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে এক নারী যাত্রী কতৃক লাঞ্ছিত হওয়ার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ ও তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার দাবি করেছেন বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী
তিনি বলেন একজন নারী যাত্রী টিউটিরত অবস্থায় কাউন্টারের ভিতরে প্রবেশ করে একজন বুকিং সহকারীকে লাঞ্ছিত করার ঘটনা কোন ছোট খাট ঘটনা নয়। বুকিং সহকারী যদি কোন অন্যায় করে থাকেন তাহলে তিনি কতৃপক্ষের নিকট অভিযোগ করতে পারতেন। কিন্তু তিনি তা না করে বুকিং সহকারীকে লাঞ্ছিত করে উল্টো আবার নিজেই থানায় গিয়ে মিথ্যা অভিযোগ করেন এ যেন শাক দিয়ে মাছ ঢাকার ঘটনা।
তিনি আরও বলেন বুকিং সহকারী রনিকে লাঞ্ছিতকারী নারীকে অবিলম্বে আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার দাবি জানাচ্ছি অন্যাথায় বুকিং সহকারী এসোসিয়েশন কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে।