রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্যজোটের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৪, 8:14 PM
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৪, 8:14 PM
রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্যজোটের বৈঠক
মন্ত্রণালয়ের মাননীয় সচিব, রেলওয়ের মহাপরিচালক এবং রেল শ্রমিক ঐক্যজোটের মুখপাত্র এবং রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড এম আর মনজু, জোটভুক্ত সংগঠন রেলওয়ে শ্রমিক দল, বিআরইএল,রানিং স্টাফ ইউনিয়ন, কারিগর পরিষদ ও স্টেশন মাস্টার ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রেলওয়ে শ্রমিকদের সুদীর্ঘ কালের বেশ কয়েকটি দাবী/সমস্যা নিরসন হচ্ছে।
নিয়োগবিধি ও পদোন্নতি পদ্ধতি সংশোধন, আউসোর্সিং এ-র পরিবর্তে টিএলআর পদ্ধতি পুন:বহাল, কর্তব্যাবস্থায় মৃত্যুবহনকারী কর্মীদের পোষ্যকে চাকুরী প্রদানের বিধান পুন: বহাল, কতিপয় পদবীর নাম পরিবর্তন, বকেয়া বেতন নিয়মিত চালুর ব্যবস্থা করন,রানিং কর্মচারীদের মাইলেজ জটিলতা নিরসন,স্টেশন মাস্টারদের মামলার রায় দ্রুত বাস্তবায়ন, ঢালাও বদলীর আদেশ স্থগিতকরন, শ্রমিকদের সাথে ৩ মাস অন্তর নিয়মিত দ্বি পাক্ষিক বৈঠক সম্পাদন,ডিজি সহ উচ্চপদে রেলের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন কর্মকর্তা পদায়নের বিষয়ে ইতিবাচক আলোচনা ও কার্যকর সিদ্ধান্ত হয়।এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এড এম আর মনজু,
বি আর ই এল সভাপতি আখতারুজ্জামান,সাধারণ সম্পাদক -মনির মজুমদার, রানিং স্টাফ ইউনিয়ন এ-র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কারিগর পরিষদ সাধারণ সম্পাদক এসকে বারী, স্টেশন মাস্টার ইউনিয়ন এ-র মাজহারুল ইসলাম প্রমুখ