ঢাকা ০৫ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
দেশ জনতা পার্টির আত্মপ্রকাশ পঞ্চগড়ে হাড় কাঁপাচ্ছে শৈত্যপ্রবাহের কনকনে শীত ১৮৫ রান করেও লিড পেল ভারত একদল যায়, আরেক দল এসে লুটে খায়: মিজানুর রহমান আজহারী বিয়ে করছেন গায়ক-অভিনেতা তাহসান খান ৪৩তম বিসিএসে ২৬৭ জনকে বাদ দেওয়া নিয়ে যা বললেন সারজিস সূর্য ওঠার আগেই বিক্রি হয় লক্ষাধিক টাকার নিরাপদ সবজি ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রেলমন্ত্রীর নয় তাহলে কি ডিসিও (পাকশী) নাসির উদ্দিন এর আত্মীয় - মোঃ মনিরুজ্জামান মনির

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২২,  5:15 PM

news image

ট্রেনে সব সময়ই মন্ত্রী, এমপি, এবং রেলওয়ের উচ্চ পদস্থ কর্মকর্তার আত্মীয় স্বজনরা বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করে থাকেন । সেই সমস্ত বিনা টিকিট এর যাত্রী দ্বারা বিভিন্ন সময়ে টিটিই, ট্রেন পরিচালক সহ রেলওয়ে কর্মচারী নির্যাতনের শিকার হলেও তাদের বিরুদ্ধে রেলওয়ে কোন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় না। রেলপথ মন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী তিন যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করার পর সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই) সাময়িক বরখাস্ত করার ঘটনায় যখন সারাদেশে নিন্দার ঝড় বইছে তখন মাননীয় রেলপথ মন্ত্রী বললেন বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা যাত্রীরা তার আত্মীয় নয় তিনি তাদের চিনেন না। তাহলে বিনা টিকিট এর যাত্রীরা কি পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের আত্মীয়। প্রশ্ন ছুড়ে দিলেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির। 

মনিরুজ্জামান মনির বলেন ডিসিও (পাকশী)  মোঃ নাসির উদ্দীন এর সাথে টিটিই শফিকুল ইসলামের কোন শত্রুতা নেই যে তিনি তাকে  ইচ্ছাকৃত ভাবে বরখাস্ত করবেন এবং বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা য়াত্রীরা তার আত্মীয় নয় যে তিনি রাগে বা ক্ষোভে টিটিইকে বরখাস্ত করেছেন। কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তদন্ত করে তা প্রমাণিত না হওয়া পর্যন্ত কোন ভাবেই তাকে বরখাস্ত করতে পারেন না। বিনা টিকিটে ট্রেন ভ্রমণ কারী যাত্রীরা নিশ্চয় মাননীয় মন্ত্রী অথবা তার স্ত্রীর আত্মীয়। তা না হলে সঠিক ভাবে দায়িত্ব পালন করার কারণে শফিকুল ইসলাম টিটিইকে বরখাস্ত করা হতো না, এটা দেশের জনগণের বুঝতে আর বাকি নাই। 

  তিনি আরও বলেন সাহসীকতার সাথে দায়িত্ব পালন করায় শফিকুল ইসলাম টিটিইকে পুরস্কৃত না করে এখন আবার তাকে মানসিক রোগী বানানোর যড়যন্ত্র শুরু হয়েছে। কথায় কথায় রেলওয়ে কর্মচারীদের বরখাস্ত করার মত হটকারিতায় উদ্বিগ্ন রেলওয়ে কর্মচারীরা। বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি এরকম হটকারি সিদ্ধান্ত গ্রহণ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির