ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
উইন্ডিজদের বিপক্ষে যেমন হবে একাদশ, জাকের কি ফিরবেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান বন্দরে বাড়তি মাশুল, বন্ধ ট্রেইলার চলাচল পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত ৪০ পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত ৪০ রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের সবাইকে জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান

সিলেট ও ময়মনসিংহে সাংগঠনিক সফরে রেলওয়ে বুকিং সহকারী এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২২,  2:04 PM

news image

সম্প্রতি সিলেট ও ময়মনসিংহে সাংগঠনিক সফর করেছেন বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি কিশোর নারায়ন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সিলেট স্টেশনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট স্টেশনের প্রধান বুকিং সহকারী মোঃ জহিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কবির হোসেন, সহ—সভাপতি ইমরান আহম্মেদ, কবির হোসেন তালুকাদার, অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত খানসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ময়মনসিংহ স্টেশনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ স্টেশনের প্রধান বুকিং সহকারী হামিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোলাম রব্বানী, মোর্তজা নজরুল ইসলাম, আবুল কালাম, কামরুন্নাহার সীমা, সহ—সম্পাদক সবুজ বনিক, সোলাইমান হোসেন রিপন, গোলাম মোর্তজা, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা নুর জাহান আক্তার জেনী, উপদেষ্টা মন্ডলীর সদস্য সাইফুল্লাহ মজুমদার সোহাগ, কার্যকরী সদস্য জহুরলাল দাশ, সুজন দত্ত, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ অধিকার বঞ্চিত রেলওয়ে বুকিং সহকারীদের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন—সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির