ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
উইন্ডিজদের বিপক্ষে যেমন হবে একাদশ, জাকের কি ফিরবেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান বন্দরে বাড়তি মাশুল, বন্ধ ট্রেইলার চলাচল পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত ৪০ পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত ৪০ রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের সবাইকে জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান

সুবর্ণ ২ হাজার, তূর্ণা ৮০০-স্টেশনে টিকেট বেচেন টেরিবাজারের দোকানি

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২২,  10:34 PM

news image

টিকেট যেন সোনার হরিণ। ঈদ যাত্রায় টিকেট বাড়তি চাহিদাকে পুঁজি করে কালোবাজারে সেই টিকেট বিক্রি হচ্ছে দ্বিগুণ বা তিন গুণ বেশি দামে। এভাবে ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেসের ট্রেনের টিকিট ৪৫০ থেকে ৬৯০ টাকার (নন এসি টিকেট/ এসি) টিকেট বিক্রি হচ্ছিল দুই হাজার টাকায় এবং তূর্ণা নিশিতার ৩৪৫ থেকে ৬৫৫ (নন  এসি/ এসি) টিকেট বিক্রি হচ্ছিল ৬’শ থেকে ৮’শ টাকায়। সাধারণ যাত্রীদের পাশাপাশি, ওই কালোবাজারি বাড়তি দামে টিকেট বেচতে গিয়েছিল পুলিশের কাছে। 

শুক্রবার (২৯ এপ্রিল) রাতে বিপ্লব কুমার সাহা নামে এক কালোজারিকে গ্রেফতারের পর এসব তথ্য উঠে এসেছে। বিপ্লব নড়াইল জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তিনি। সেখানকার একটি কাপড়ের দোকানে চাকরিও করতেন। তবে ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম রেলস্টেশনে টিকেট কালোবাজারিতে নেমে পড়েন তিনি। সর্বশেষ শুক্রবার ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে পুলিশ। 

এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তূর্ণা নিশিথা ও সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ৮ আসন বিশিষ্ট চারটি টিকেট। তার সাথে রিয়াজউদ্দিন বাজার ও টেরিবাজার কেন্দ্রিক কোনো চক্র জড়িত আছে কি’না সেটা খতিয়ে দেখছে পুলিশ। 

রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশের কাছে তথ্য আসে চট্টগ্রাম রেলস্টেশনে টিকেট বিক্রি করছেন এক কালোবাজারি। তার আগে শুক্রবার সকালেও ওই লোকটি স্টেশনে একদফা টিকেট বিক্রি করেছিলেন। পরে রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম রেলস্টেশনের বুকিং কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার  করা হয়। 

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ওসি নাজিম উদ্দিন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা দায়েরের পর গ্রেফতার বিপ্লবকে আদালতে পাঠানে হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তাছাড়া ঈদ যাত্রায় টিকেট কালোবাজারি রুখতে নজরদারি অব্যহত রেখেছে রেলওয়ে পুলিশ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির