ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৫০০ জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আইসিইউ থেকে নুরকে নেওয়া হতে পারে কেবিনে রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

কোটার শ্রেণি বিন্যাস না করে ফলাফল ঘোষণা দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ - মনিরুজ্জামান মনির

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২২,  6:12 PM

news image

আবারও কোটার শ্রেণি বিন্যাস না করেই সরকারি ছুটির দিন ঘোষিত হলো রেলওয়ের নিয়োগ পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার ফলাফল। ঘোষিত ফলাফলকে দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার ফলাফল বলছে বাংলাদেশে রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির

তিনি বলেন পূর্বেও সহকারী লোকোমোটিভ মাষ্টার ও গার্ড গ্রেড -২ চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে কোটার শ্রেণি বিন্যাস না করেই। শ্রেণি বিন্যাস না করে ফলাফল দেওয়ায় বুঝার উপায় নেই কে কোন কোটা এবং কোন জেলা থেকে নির্বাচিত হয়েছে। 

২২ নভেম্বর /২০২০ তারিখে পূর্বের নিয়োগ বিধি বাতিল করে অনুমোদন হয় বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বর্হিভূত কর্মচারী নিয়োগ বিধিমালা -২০২০। নিয়োগ বিধিমালা ২০২০ অনুমোদন এর পর থেকেই রেলওয়ে সকল ট্রেড ইউনিয়ন সহ রেলওয়ে পোষ্য সোসাইটি স্বৈরাচারীতা নিয়োগ বিধিমালা সংশোধন এর জন্য আন্দোলন সংগ্রাম শুরু করে। আন্দোলন সংগ্রাম এর ফলে গত ২৭ ডিসেম্বর /২১ তারিখে নিয়োগ বিধিমালা-২০২০ সংশোধনের জন্য রেলওয়ে মহাপরিচালক মহোদয়কে আহবায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অথচ বর্তমান রেলপথ মন্ত্রী নিয়োগ বিধি সংশোধন এর জন্য কমিটিকে চাপ প্রয়োগ না করে বির্তকিত, স্বৈরাচারীতা নিয়োগ বিধিতে জনবল নিয়োগে তাড়াহুড়ো করছে। 

সংশোধনের অপেক্ষায় থাকা নিয়োগ বিধিমাল-২০২০ অনুযায়ী বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য যে সকল শূন্য পদে বিজ্ঞপ্তির বিপরীতে এমসিকিউ ও মৌখিক পরীক্ষা সম্পূর্ণ করে কোটার শ্রেণি বিন্যাস না করেই চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হচ্ছে। ফলাফলে কোটার বিভাজন না থাকায় প্রকৃত অর্থে কোটা পূরণ হচ্ছে কি-না প্রশ্ন দেখা দিয়েছে। 

রেলওয়ে পোষ্য, মুক্তিযুদ্ধা কোটা সহ অন্যান্য কোটা পূরণ না করে নিয়োগ বানিজ্য সিন্ডিকেট দ্বারা কৌশলে রেলওয়ে পোষ্যদের অধিকার বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে স্বৈরাচারীতা নিয়োগ বিধিমালা- ২০২০ সংশোধন এর জন্য গঠিত কমিটি কতৃক দ্রুত নিয়োগ বিধিমালা সংশোধন করে নিয়োগ বানিজ্যের নিয়োগ বিধিমালা সংশোধন করুন এবং ঘোষিত সকল ফলাফলে কোটার শ্রেণি বিন্যাস করে সুনির্দিষ্ট ভাবে ফলাফল ঘোষণা করুন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির