ঢাকা ১২ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন ইরানের বিক্ষুব্ধ জনতাকে নির্দেশনা দিলেন নির্বাসিত ক্রাউন প্রিন্স পাহলভি রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে ভেনেজুয়েলা ইসিতে চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল আমি এখনো প্রেসিডেন্ট, অপহরণ করা হয়েছে— মার্কিন আদালতে বললেন মাদুরো জকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরা জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প ১০ জেলায় শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস ঘরের মধ্যে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেওয়া হলো হাসপাতালে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

কোটার শ্রেণি বিন্যাস না করে ফলাফল ঘোষণা দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ - মনিরুজ্জামান মনির

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২২,  6:12 PM

news image

আবারও কোটার শ্রেণি বিন্যাস না করেই সরকারি ছুটির দিন ঘোষিত হলো রেলওয়ের নিয়োগ পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার ফলাফল। ঘোষিত ফলাফলকে দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার ফলাফল বলছে বাংলাদেশে রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির

তিনি বলেন পূর্বেও সহকারী লোকোমোটিভ মাষ্টার ও গার্ড গ্রেড -২ চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে কোটার শ্রেণি বিন্যাস না করেই। শ্রেণি বিন্যাস না করে ফলাফল দেওয়ায় বুঝার উপায় নেই কে কোন কোটা এবং কোন জেলা থেকে নির্বাচিত হয়েছে। 

২২ নভেম্বর /২০২০ তারিখে পূর্বের নিয়োগ বিধি বাতিল করে অনুমোদন হয় বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বর্হিভূত কর্মচারী নিয়োগ বিধিমালা -২০২০। নিয়োগ বিধিমালা ২০২০ অনুমোদন এর পর থেকেই রেলওয়ে সকল ট্রেড ইউনিয়ন সহ রেলওয়ে পোষ্য সোসাইটি স্বৈরাচারীতা নিয়োগ বিধিমালা সংশোধন এর জন্য আন্দোলন সংগ্রাম শুরু করে। আন্দোলন সংগ্রাম এর ফলে গত ২৭ ডিসেম্বর /২১ তারিখে নিয়োগ বিধিমালা-২০২০ সংশোধনের জন্য রেলওয়ে মহাপরিচালক মহোদয়কে আহবায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অথচ বর্তমান রেলপথ মন্ত্রী নিয়োগ বিধি সংশোধন এর জন্য কমিটিকে চাপ প্রয়োগ না করে বির্তকিত, স্বৈরাচারীতা নিয়োগ বিধিতে জনবল নিয়োগে তাড়াহুড়ো করছে। 

সংশোধনের অপেক্ষায় থাকা নিয়োগ বিধিমাল-২০২০ অনুযায়ী বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য যে সকল শূন্য পদে বিজ্ঞপ্তির বিপরীতে এমসিকিউ ও মৌখিক পরীক্ষা সম্পূর্ণ করে কোটার শ্রেণি বিন্যাস না করেই চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হচ্ছে। ফলাফলে কোটার বিভাজন না থাকায় প্রকৃত অর্থে কোটা পূরণ হচ্ছে কি-না প্রশ্ন দেখা দিয়েছে। 

রেলওয়ে পোষ্য, মুক্তিযুদ্ধা কোটা সহ অন্যান্য কোটা পূরণ না করে নিয়োগ বানিজ্য সিন্ডিকেট দ্বারা কৌশলে রেলওয়ে পোষ্যদের অধিকার বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে স্বৈরাচারীতা নিয়োগ বিধিমালা- ২০২০ সংশোধন এর জন্য গঠিত কমিটি কতৃক দ্রুত নিয়োগ বিধিমালা সংশোধন করে নিয়োগ বানিজ্যের নিয়োগ বিধিমালা সংশোধন করুন এবং ঘোষিত সকল ফলাফলে কোটার শ্রেণি বিন্যাস করে সুনির্দিষ্ট ভাবে ফলাফল ঘোষণা করুন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির