চাকচিক্যের সিনেমায় আমরা সবাই নায়ক হতে চাই বলছেন এস এম মিজান
নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল, ২০২৩, 9:51 PM
নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল, ২০২৩, 9:51 PM
চাকচিক্যের সিনেমায় আমরা সবাই নায়ক হতে চাই বলছেন এস এম মিজান
তিনি বলেন, সিনেমা যারা বানায় আর যারা বানাতে সহযোগিতা করে অর্থাৎ যারা অভিনয় করে আমার মতে তারা সবাই খুব চৌকস এবং উচ্চমানের বুদ্ধিমান। নইলে একটা সমাজের সকল চরিত্রকে বাস্তবের মত ফুটিয়ে তুলতে পারতো না। গল্প ও চরিত্র চয়নে তারা বেশ পটু হয়ে থাকে। পাবলিক যেন নাটক বা সিনেমাটা পছন্দ করে সেজন্য লাখ লাখ মানুষের মধ্য থেকে সবচেয়ে সুন্দর চেহারার লোকদেরই অভিনয়ের জন্য চয়েজ করা হয়।
তিনি আরও বলেন,পাবলিক সাধারণত নায়কের চেহারা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। মাথা ঘামাবে শুধু নায়িকা নিয়ে। নায়িকার চেহারা বডি ইত্যাদি চুলছেড়া বিশ্লেষণ করা হয়। আর এই বিশ্লেষণ করতে গিয়েই নায়িকার চেহারা চালচলন পাবলিকের মাথায় ঢুকে যায়। এরপরই পাবলিকের শুরু হয় আলুর দোষ। যেটার প্রভাব পরে গিয়ে সংসার জীবনের উপর। পাবলিক তার গার্লফ্রেন্ড বা স্ত্রীকে নায়িকাদের সাথে মেলাতে শুরু করে। গার্লফ্রেন্ড বা স্ত্রী যতই সুন্দরী হোক না কেন সে ভাবতে থাকে, ইশ! তার স্ত্রী বা গার্লফ্রেন্ড কেন অমুক নায়িকার মত হলনা,কেন নায়িকার মত লম্বা হল না,গালে টোল কেন পরেনা,হাসিটা কেন সেই নায়িকার মত হল না,বাচনভঙ্গি কেন এই নায়িকার মত হল না ইত্যাদি ইত্যাদি । অর্থাৎ যেই নায়িকাকে যে বেশি পছন্দ করে সেই নায়িকা তখন তার কাছে স্বপ্নের রানীর মত হয়ে যায়। আর তখনই সে সেই রানীর মত বাস্তবেও খুজতে থাকে। একসময় এটা একটা অশান্তির কারন হয়ে দাঁড়ায়। যেটা সে প্রকাশ করেনা। কিন্তু ভেতরে পুষে রাখে। তারা সিনেমার চাকচিক্যকে বাস্তবেও অনুধাবন করতে চায়। কিন্তু তারা জানেনা অই চাকচিক্য দেখানোর জন্যই সিনেমার লোকেরা চাকচিক্য করে থাকে। এজন্যই ওটা সিনেমা আর আমরা যা নিয়ে আছি সেটাই বাস্তব। বাস্তবে অই চাকচিক্য বড়ই বেমানান,বড়ই বেদনাদায়ক।