ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
আকাশ থাকবে আংশিক মেঘলা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো আমরা একদলীয় দেশের বাসিন্দা, এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: মাস্ক গাজায় ক্যাফে, স্কুল এবং ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলা, নিহত ৯৫ সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইন্টার মিলানের হৃদয় ভেঙে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু হতে পারে দুই দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে মঙ্গলবার ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

পরিবেশ আইন-৯৫ এর দঃবি ৩৫৩ ধারায় এক বছর জেল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২২,  5:23 PM

news image

রেল সম্পদের ক্ষতিসাধন করেও ম্যাজিস্ট্রেট/পুলিশ/রেলওয়ে নিরাপত্তা বাহিনী/এস্টেট বিভাগের কর্মচারীদেরকে তাদের সরকারী কাজে বাধা প্রদান করেই ক্ষান্ত হননি তিনি। আমাকেও আজ আপত্তিকর ভাষায় চ্যালেঞ্জ দিয়েছেন ঘটনাস্থলে। মাহবুব সাহেব উচ্চ পদের অফিসার দের নাম ভঙিয়ে রেলওয়ের সবচেয়ে বড় জলাশয় (২৭ বিঘা/তিন কোনা/ঈশ্বরদী) নানা ছুতায় যুগ যুগ দখল করে খাচ্ছিলেন বেশ নিরাপদে। উনি আর উনার গ্যাং বেশ প্রভাবশালী ও বটে! মামলার দৌড় ও মহামান্য সুপ্রিম কোর্ট অবধি! সরকার তথা রেলপথ মন্ত্রণালয়কে মামলা দিয়ে কয়েকবছর রীতিমত দৌড়ের উপর রেখেছেন তিনি। হাতে হ্যান্ডকাপ লাগানোর পরেও চ্যালঞ্জ দিয়ে বলেছেন, এত ক্ষমতা আপনাদের কে দিল? গত বছর ত আমাকেই উনি বলেছিলেন, "আপনার মত ক্ষুদ্র অফিসার কত দেখলাম"। 

যাহোক, আমি ক্ষুদ্র হলেও আইনের হাত ত আর ক্ষুদ্র নয়। রেললাইনের ক্ষতি সাধনের মত বিপজ্জনক কাজ করেও ইনারা বে-আইনী ক্ষমতার দাপট দেখান অহরহ। উনাকে অবশ্য জিজ্ঞেস করেছিলাম কার পয়সায় ২ সন্তান মাদ্রাসায় পড়ান? উত্তরে বললেন, " আল্লাহর জমিনের আয় দিয়ে"। তার মানে সরকারী সম্পদ হলো আল্লাহর মাল! এটা লুটপাট আর ক্ষতিসাধন করা অপরাধ নয় (?) আমার অফিসে ভদ্রলোক কে গরম চা, বিস্কুট, ঠান্ডা পানি পান করিয়েছি, সোফায় বসিয়েছি। যথাসাধ্য সৌজন্যতা উনি আর উনার পরিবারকেও করেছি। দোয়া করি, উনার আর উনার সহযাত্রীদের সঠিক বোধ হোক। 

ধন্যবাদ DRM পাকশী মহোদয় সহ আইন শৃনখলা বাহিনী আর আমার সহকর্মীদেরকে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির