ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন গাজামুখী ফ্লোটিলা বহর আটক, কঠোর নিন্দা জানালো বাংলাদেশ আজ বিজয়া দশমী সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

পরিবেশ আইন-৯৫ এর দঃবি ৩৫৩ ধারায় এক বছর জেল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২২,  5:23 PM

news image

রেল সম্পদের ক্ষতিসাধন করেও ম্যাজিস্ট্রেট/পুলিশ/রেলওয়ে নিরাপত্তা বাহিনী/এস্টেট বিভাগের কর্মচারীদেরকে তাদের সরকারী কাজে বাধা প্রদান করেই ক্ষান্ত হননি তিনি। আমাকেও আজ আপত্তিকর ভাষায় চ্যালেঞ্জ দিয়েছেন ঘটনাস্থলে। মাহবুব সাহেব উচ্চ পদের অফিসার দের নাম ভঙিয়ে রেলওয়ের সবচেয়ে বড় জলাশয় (২৭ বিঘা/তিন কোনা/ঈশ্বরদী) নানা ছুতায় যুগ যুগ দখল করে খাচ্ছিলেন বেশ নিরাপদে। উনি আর উনার গ্যাং বেশ প্রভাবশালী ও বটে! মামলার দৌড় ও মহামান্য সুপ্রিম কোর্ট অবধি! সরকার তথা রেলপথ মন্ত্রণালয়কে মামলা দিয়ে কয়েকবছর রীতিমত দৌড়ের উপর রেখেছেন তিনি। হাতে হ্যান্ডকাপ লাগানোর পরেও চ্যালঞ্জ দিয়ে বলেছেন, এত ক্ষমতা আপনাদের কে দিল? গত বছর ত আমাকেই উনি বলেছিলেন, "আপনার মত ক্ষুদ্র অফিসার কত দেখলাম"। 

যাহোক, আমি ক্ষুদ্র হলেও আইনের হাত ত আর ক্ষুদ্র নয়। রেললাইনের ক্ষতি সাধনের মত বিপজ্জনক কাজ করেও ইনারা বে-আইনী ক্ষমতার দাপট দেখান অহরহ। উনাকে অবশ্য জিজ্ঞেস করেছিলাম কার পয়সায় ২ সন্তান মাদ্রাসায় পড়ান? উত্তরে বললেন, " আল্লাহর জমিনের আয় দিয়ে"। তার মানে সরকারী সম্পদ হলো আল্লাহর মাল! এটা লুটপাট আর ক্ষতিসাধন করা অপরাধ নয় (?) আমার অফিসে ভদ্রলোক কে গরম চা, বিস্কুট, ঠান্ডা পানি পান করিয়েছি, সোফায় বসিয়েছি। যথাসাধ্য সৌজন্যতা উনি আর উনার পরিবারকেও করেছি। দোয়া করি, উনার আর উনার সহযাত্রীদের সঠিক বোধ হোক। 

ধন্যবাদ DRM পাকশী মহোদয় সহ আইন শৃনখলা বাহিনী আর আমার সহকর্মীদেরকে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির